ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাস্থই-চট্টগ্রাম চ্যাপ্টারের শপথ গ্রহণ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
বাস্থই-চট্টগ্রাম চ্যাপ্টারের শপথ গ্রহণ 

চট্টগ্রাম: বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) চট্টগ্রাম চ্যাপ্টারের নবনির্বাচিত ১০ম চ্যাপ্টার কমিটির শপথ গ্রহণ মঙ্গলবার (৯ মার্চ) চিটাগাং ক্লাবে সম্পন্ন হয়েছে।
সন্ধ্যা ৭টায় নবনির্বাচিত ১০ম চ্যাপ্টার কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাস্থই চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান স্থপতি আশিক ইমরান। অনুষ্ঠানে ১০ম চ্যাপ্টার কমিটির উপদেষ্টা স্থপতি বিধান বড়ুয়া, স্থপতি আহমেদ জিন্নুর চৌধুরী, স্থপতি জেরিনা হোসেন, নগর পরিকল্পনাবিদ মো. শাহীনুল ইসলাম খান, নবনির্বাচিত ১০ম চ্যাপ্টার কমিটির ডেপুটি চেয়ারম্যান স্থপতি ফারুক আহমেদ, সম্পাদক স্থপতি ফজলে ইমরান চৌধুরী, স্থপতি বিজয় শঙ্কর তালুকদার, স্থপতি সাইফুর রশিদ, স্থপতি মো. আসাদুজ্জামান চৌধুরী, স্থপতি আদর ইউসুফ, স্থপতি মো. ইমরান বিন হুসাইন ও স্থপতি মো. মঈনুল হাসান উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে সিডিএ'র নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ আবু ইসা আনসারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ স্থপতি আব্দুল্লাহ আল ওমর, স্থপতি কানু কুমার দাশ, স্থপতি হোসেন মুরাদ, স্থপতি মোস্তাফিজ আল মামুন, স্থপতি আঞ্জুমান আরা বেগম, স্থপতি মো. গোলাম রাব্বানী চৌধুরী, আইইবি-চট্টগ্রাম কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী এসএম শহিদুল আলম, বিআইপি চট্টগ্রাম শাখার সম্পাদক এটিএম শাহজাহান উপস্থিত ছিলেন।

বাস্থই চট্টগ্রাম চ্যাপ্টারের সম্পাদক স্থপতি ফজলে ইমরান চৌধুরী বাস্থই-চট্টগ্রাম চ্যাপ্টার কমিটির নেতৃবৃন্দ ও অতিথিদের ধন্যবাদ জানান।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।