চট্টগ্রাম: অনলাইনে ভ্যাট, রিটার্ন দাখিল ও ইএফডিকে জনপ্রিয় করতে চট্টগ্রামে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের দুই দিন ব্যাপী তৃতীয় ভ্যাট মেলায় ৩৫ কোটি ৭৭ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। বুধ ও বৃহস্পতিবার (১০-১১ মার্চ) চট্টগ্রামের আটটি দফতরে-আগ্রাবাদ, চট্টলা, চান্দগাঁও, রাঙামাটি, খাগড়াছড়ি, পটিয়া, কক্সবাজার ও বান্দরবানে এ মেলা অনুষ্ঠিত হয়েছে।
মেলায় রিটার্ন দাখিল হয়েছে ৩ হাজার ৫৮৫টি। এর মধ্যে সবচেয়ে বেশি ৯৮০টি রিটার্ন দাখিল হয়েছে আগ্রাবাদ বিভাগে।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আগ্রাবাদ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. শাহীনূর কবীর পাভেল বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মেলার পাশাপাশি ১২-১৪ মার্চ নগরের বড় বড় শপিং মল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেটে ভ্যাট বুথ স্থাপনের মাধ্যমে সরাসরি সেবা প্রদান করা হবে।
গত ১১-১২ জানুয়ারি ১ম বারের মতো চট্টগ্রামে ভ্যাট মেলার আয়োজন করা হয়। মেলায় ২ হাজার ৩৭৪টি রিটার্ন জমা পড়ে, নতুন নিবন্ধন নেন ২৮৪টি প্রতিষ্ঠান এবং রাজস্ব আদায় হয়েছে প্রায় ১৯ কোটি টাকা।
পরবর্তীতে ১০-১১ ফেব্রুয়ারি ২য় বারের মতো আয়োজিত ভ্যাট মেলায় রিটার্ন জমা পড়ে ৩ হাজার ২৪৩টি, নতুন নিবন্ধনের আবেদন পড়ে ৩৪২টি এবং রাজস্ব আদায় হয় প্রায় ৩২ কোটি টাকা।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
এআর/টিসি