ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চ্যালেঞ্জ মোকাবেলায় ‘বাংলাদেশ প্রতিদিন’ সফল: মেয়র রেজাউল 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
চ্যালেঞ্জ মোকাবেলায় ‘বাংলাদেশ প্রতিদিন’ সফল: মেয়র রেজাউল  বাংলাদেশ প্রতিদিনের এক যুগে পদার্পণ উপলক্ষে চট্টগ্রামে কেক কাটেন মেয়রসহ অতিথিরা

চট্টগ্রাম: পাঠকপ্রিয়তা ও সংবাদ মাধ্যমের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ প্রতিদিনের সফলতার কথা তুলে ধরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, উন্নয়ন ও সেবা নিশ্চিতে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। বাংলাদেশ প্রতিদিন জাতীয় দায়িত্ব পালন করছে।

জননন্দিত এ পত্রিকাটি চট্টগ্রাম অফিস থেকেও বিশেষ ভূমিকা রাখছে।

বাংলাদেশ প্রতিদিন এক যুগে পদার্পণ উপলক্ষে সোমবার (১৫ মার্চ) প্রীতি সমাবেশের উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন।

 

তিনি মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ, অধিকার নিশ্চিতে জনমানুষের নির্ভরতার প্রতিষ্ঠান বাংলাদেশ প্রতিদিন আরও বেশি ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।  

করোনা সতর্কতার মাঝেও বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রাম অফিসে দিনভর ছিল শুভার্থীদের ভিড়। কেক কেটে এক যুগ পদার্পণ অনুষ্ঠান উদ্বোধন করেন সিটি মেয়র। এরপর সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন যোগ দেন প্রীতি সম্মেলনে। ফুলেল শুভেচ্ছা জানান তারা।  

বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ( বিএফইউজে) সহসভাপতি  রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা পরিবেশবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইদ্রিস আলী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের ( স্বাচিপ)  কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান, বিএফইউজে'র সাবেক সহ সভাপতি মোস্তাক আহমেদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. বেণু কুমার দে ও সাধারণ সম্পাদক ড. সেকান্দর চৌধুরী, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সাবেক প্যানেল মেয়র ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, নগর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ প্রমুখ ।  

এর আগে নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্যসচিব আবুল হাশেম বক্কর, নগর নেতা আব্দুল মান্নান, ইয়াসিন চৌধুরী লিটনসহ বিএনপির নেতারা ফুলেল শুভেচ্ছা জানান।  

জেলা পুলিশের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ। এদিকে সঙ্গীতশিল্পী আলাউদ্দিন তাহের, বোধন আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী, সাংবাদিক অনুপম কুমার শীল ও মৃন্ময় বিশ্বাস, বিপ্লব কুমার শীল, চট্টগ্রাম মঞ্চ শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল আজম চৌধুরী টিপু, তরুণ সংগঠক মাহমুদুর রহমান শাওন, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখা সভাপতি ডা. বরুণ কুমার আচার্য বলাই, সাবেক সাবেক ছাত্রলীগ নেতা হেলাল উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা গাজী সিরাজ, জসিম উদ্দিন চৌধুরী, নগর ছাত্রলীগ নেতা মনির চৌধুরীসহ বিভিন্ন ছাত্র-যুব, রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি দল এসে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রীতি সমাবেশে সভাপতির বক্তব্যে রিয়াজ হায়দার চৌধুরী পত্রিকাটির স্বপ্নদ্রষ্টা বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, সম্পাদক নঈম নিজামের পক্ষে চট্টগ্রামের পাঠক শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রীতি সম্মেলনে কেক কাটা ছাড়াও দেশীয় পিঠা পুলি দিয়ে আপ্যায়ন, আড্ডা আলোচনায় জমজমাট ছিল বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রাম ব্যুরো।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।