ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফের মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, শিক্ষক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
ফের মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, শিক্ষক আটক

চট্টগ্রাম: ফটিকছড়িতে ‘হযরত ইমাম এ- আজম আবু হানিফা (রা:) গাউসিয়া সুন্নিয়া হেফজ ও এতিমখানা’ নামের একটি মাদ্রাসায় শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।  

এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত শিক্ষক মো. জাহাঙ্গীরকে (৩০) আটক করেছে ফটিকছড়ি থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ মার্চ) ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষার্থী মারধরের ঘটনাটি ঘটে গতকাল সোমবার ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের হযরত ইমাম এ- আজম আবু হানিফা (রা:) গাউসিয়া সুন্নিয়া হেফজ ও এতিমখানায়।

ওসি রবিউল আলম বাংলানিউজকে বলেন, কয়েকদিন আগে মোহাম্মদ রবিউল আলম নামে ৮ বছরের এক শিশুকে মারধর করে মাদ্রাসার একজন শিক্ষক। সোমবার শিশুটি অসুস্থ শুনে বাবা আব্দুল হাকিম মাদ্রাসায় গিয়ে শিশুটির শরীরে মারধরের চিহ্ন দেখতে পান। পরে বিষয়টি নিয়ে অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর আলমকে মাদ্রাসা থেকে আটক করা হয়েছে।

এর আগে হাটহাজারী পৌর এলাকায় ‘মারকাযুল ইসলামিক অ্যাকাডেমি’ নামের হাফেজি মাদ্রাসায় আট বছর বয়সী এক ছাত্রকে মারধরের ভিডিও ভাইরাল হয়। পরে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে হাটহাজারী থানা পুলিশ।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
এমএম/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।