ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধু করোনা কুইক রেসপন্স টিমের সুরক্ষা সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২১
বঙ্গবন্ধু করোনা কুইক রেসপন্স টিমের সুরক্ষা সামগ্রী বিতরণ ...

চট্টগ্রাম: বঙ্গবন্ধু করোনা কুইক রেসপন্স টিমের উদ্যোগে মানুষের মধ্যে খাবার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা করেছে।

বুধবার (৭ এপ্রিল) নগরের সিআরবি এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

করোনার এ দুঃসময়ে এমন সহযোগিতা পেয়ে আনন্দিত গরিব- অসহায় মানুষ।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কেবিএম শাহজাহান।

 

তিনি বলেন, ‘করোনার এই সময়ে সবাইকে যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত।  

দেবাশীষ আচার্য্য বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালীন গরিব, অসহায় ও দুস্থদের পাশে দাঁড়াতে বলেছেন। তারই ধারাবাহিকতায় মানবিক দায়িত্ব থেকে গরিব অসহায়দের পাশে দাঁড়িয়েছি। করোনার এমন সময়ে অসহায়দের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত। যতদিন পারব এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। ’

এ সময় উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা জসিম উদ্দিন, মনোয়ার জাহান মনি, শাহাদাৎ হোসেন রনি, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সৈয়দ রিয়াজুল করিম বিলাস, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সাইফুদ্দিন সাইফু, মো. ইসমে আজিম আসিফ, এমইএস কলেজ ছাত্রলীগ নেতা জনি বিশ্বাস, নগর ছাত্রনেতা সুমন দাশ, মোস্তফা তামিম, মো. হায়দার আলী, জেকি ধর, সুদিপ শর্মা, মো. আরিফ, টুটুল দাশ, বিশ্বজিৎ, কৃষ্ণ দাশ, লোকমান হাকিম, সুজন দাশ ইভান, জীবন দাশ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।