ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ওষুধের ডিপো ‘হাজারী গলি’ ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
ওষুধের ডিপো ‘হাজারী গলি’ ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা হাজারী গলিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম: বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে দেশি বিদেশি ওষুধের ডিপো খ্যাত কোতোয়ালী থানাধীন হাজারী গলিতে (লেইন) অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় চারটি ওষুধের দোকানকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার (১৩ এপ্রিল) অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।  

তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসানের নেতৃত্বে হাজারী গলির ওষুধের মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে।

এ সময় ৪টি মামলা দায়ের করে ২ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন তিনি।  

কয়েকটি দোকানে প্রচুর পরিমাণে বিক্রয় নিষিদ্ধ , অননুমোদিত বিদেশি মিস ব্র্যান্ডিং এবং ক্ষতিকারক শক্তিবর্ধক ওষুধসহ সরকারি ভাবে বিনামূল্যে বিতরণ যোগ্য ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়। অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করায় নিউ ড্রাগ হাউসকে ১ লাখ টাকা, এম মেডিকোকে ৬০ হাজার টাকা,  গোপাল মেডিক্যাল হলকে ৮০ হাজার টাকা, প্রভাতী ড্রাগ হাউস কে ৪০ হাজার  টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।  

অবৈধ ওষুধগুলো বিধিমোতাবেক ধ্বংসের জন্য জব্দ করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।  

বাংলাদেশ সময়: ১৫৪৫  ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।