ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী নৌকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
কর্ণফুলীতে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী নৌকা ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: কর্ণফুলী নদী পারাপারের সময় যাত্রীবাহী একটি নৌকা দুর্ঘটনার কবলে পড়েছে। এসময় কয়েকজন যাত্রী নদীতে লাফিয়ে পড়লেও কেউ নিখোঁজ থাকার খবর পাওয়া যায়নি।


 
বৃহস্পতিবার  (১৫ এপ্রিল)  সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটি কর্ণফুলীর ডাঙ্গারচর ঘাট থেকে  সল্টগোলা ঘাটে যাচ্ছিলো।

 
উদ্ধারস্থলে পরিদর্শনে যাওয়া নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, নৌকাটি ঘাট পার হওয়ার সময় মাঝপথে ইঞ্জিন বিকল হয়ে যায়। ইঞ্জিন মেরামতের কাজ করার সময়  বড় একটি জাহাজের চাপে পড়ে যায়। এসময় আতঙ্কিত কয়েকজন যাত্রী নৌকা থেকে লাফ দেয়। পরে তারা সাঁতরে তীরে উঠে আসে।
 
ডাঙ্গারচর ইউপি সদস্য সাইফুল ইসলাম বদি বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার কবলে পড়া নৌকাটির ৪-৫ জন যাত্রী সাঁতরে নদীর তীরে উঠে এসেছেন। এখন পর্যন্ত কেউ নিখোঁজ নেই। যেহেতু নদীতে গভীরতা রয়েছে, কেউ নিখোঁজ আছে কিনা তা আরও পরে নিশ্চিত হওয়া যাবে।
 
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।