ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালদা নদীতে অভিযান: নৌকা ধ্বংস, জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
হালদা নদীতে অভিযান: নৌকা ধ্বংস, জাল জব্দ ...

চট্টগ্রাম: হালদা নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস ও ১ হাজার ৫০০ মিটার ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বেলা ২টা-৫টা পর্যন্ত হালদা নদীর সাত্তারঘাট ঘাট থেকে পেশকারহাটে এ অভিযান পরিচালিত হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বাংলানিউজকে বলেন, মা-মাছ শিকারের জন্য চোরা শিকারিরা তৎপর থাকার আশঙ্কায় হালদা নদীর সাত্তারঘাট ঘাট থেকে পেশকারহাট পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়েছে। প্রজনন মৌসুমকে সামনে রেখে হালদায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা হয়েছে।

তিনি বলেন, অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে বেশকিছু ঘেরা জাল জব্দ করা হয়েছে।  

অভিযানে আনসার সদস্য, সমাজকর্মী শেখ মোরশেদুজ্জামান ও আইডিএফ সদস্যরা সহযোগিতা করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।