ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: আশ্রয়ণ প্রকল্পের ১০ বসতঘর পুড়ে ছাই 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
লোহাগাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: আশ্রয়ণ প্রকল্পের ১০ বসতঘর পুড়ে ছাই  ক্ষতিগ্রস্থদের আহাজারি

চট্টগ্রাম: লোহাগাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চুনতি আশ্রয়ণ প্রকল্পের ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।  

রোববার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ আশ্রয়ণ প্রকল্পে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য জমির উদ্দিন বাবর বিষয়টি নিশ্চিত করেছেন।  

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা হলেন- আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৃত নূর আহমদের স্ত্রী মাহমুদা খাতুন, মৃত ইব্রাহিমের পুত্র মো. শাহ আলম, নুরুল কাদেরের স্ত্রী আনোয়ারা বেগম, মৃত মো. কাশেমের পুত্র আবুল বশর, মৃত ছরওয়ারের স্ত্রী আয়েশা বেগম, মৃত আবুল হোসেনের স্ত্রী মাবিয়া বেগম, মৃত লালমিয়ার পুত্র ফরিদুল আলম প্রকাশ বৈদ্য ফরিদ, মৃত মোজাহের আহমদের পুত্র আবু তাহের, মৃত নজু মিয়ার পুত্র আবুল কালাম ও মৃত আব্দুস ছালামের পুত্র আব্দুল আমিন।

 

অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।  

স্থানীয়রা জানান, ফরিদুল আলমের বাড়ির রান্না ঘরের গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আশ-পাশের পুকুরে পর্যাপ্ত পানি না থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে সময় লাগে।  

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জুলহাস উদ্দিনসহ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।  

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।