ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘ভালোবাসার থলে’ পেলেন ওরা ৭০ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
‘ভালোবাসার থলে’ পেলেন ওরা ৭০ জন ...

চট্টগ্রাম: কেউ কমিউনিটি সেন্টারের টেবিল বয়। কেউ বাবুর্চির অধীনে মসলা বাটার কাজ করে।

সব মিলে ওরা ৭০ জন। সবার হাতে ‘ভালোবাসার থলে’ তুলে দিয়েছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
 

প্রতিটি থলেতে ছিল চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, ছোলা, চিনি, চিঁড়া মিলে ২০ কেজি নিত্যপণ্য। উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরে রাখা থলে একে একে নিয়ে যান তারা।    

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বাংলানিউজকে জানান, এর আগে আমরা লকডাউনে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের ভালোবাসার থলে উপহার দিয়েছিলাম। এবার স্থানীয় বিভিন্ন কমিউনিটি সেন্টারের বয় ও মসলা বাটার কাজে নিয়োজিত ৭০ জনকে ভালোবাসার থলে উপহার দিয়েছি। যাতে প্রায় ১০ দিনের খাবার রয়েছে।  

তিনি জানান, কমিউনিটি সেন্টার বন্ধ থাকার কারণে বয় ও মসলা বাটার কাজে নিয়োজিত কর্মচারীরা কর্মহীন রয়েছেন। এর মধ্যে যারা দৈনিক বেতনের কর্মচারী ছিলেন তাদের এ সহায়তা দেওয়া হয়েছে। এ সব কর্মচারী কেবল কমিউনিটি সেন্টারে যেদিন অনুষ্ঠান থাকত সেদিনই দৈনিক বেতন পেতেন।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad