ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গরিব ও দুস্থদের খাদ্যসামগ্রী দিল পুলিশ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
গরিব ও দুস্থদের খাদ্যসামগ্রী দিল পুলিশ  ...

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দক্ষিণ বিভাগের উদ্যোগে করোনা পরিস্থিতিতে গরিব ও দুস্থ মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।  

বুধবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে রীমা কনভেনশন সেন্টারে সিএমপি দক্ষিণ বিভাগের ২৪টি বিট এলাকায় খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

এ সময়  অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ আব্দুর রউফসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

প্রতিটি পরিবারকে চাল, ডাল, ছোলা, পেঁয়াজ, আলু, লবণ, ভোজ্যতেল ও সাবানসহ সাড়ে ১২ কেজি খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়া হচ্ছে।

২৪টি বিট এলাকায় ২ হাজার ৫০০ দরিদ্র পরিবারকে বাসায় পৌঁছে দেওয়া হবে এসব সহায়তা।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।