ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সম্মিলিত শক্তি নিয়ে হেফাজতকে মোকাবেলা করতে হবে: আ জ ম নাছির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
সম্মিলিত শক্তি নিয়ে হেফাজতকে মোকাবেলা করতে হবে: আ জ ম নাছির ...

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, হেফাজতে ইসলাম নামে সংগঠনটি ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছিল। নরেন্দ্র মোদীর সফরকে ইস্যু করে মাদ্রাসার কোমলমতি ছাত্রদের রাস্তায় নামিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং সরকার উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল ছিল তাদের একমাত্র উদ্দেশ্য।

একাত্তরের পরাজিত শক্তির প্রেতাত্মা হেফাজতে ইসলামকে মোকাবেলাই শুধু নয় নিশ্চিহ্ন করতে হবে। এজন্য আমাদের সম্মিলিত শক্তি নিয়ে কাজ করতে হবে।
 

বুধবার (২১ এপ্রিল) বিকেলে ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের পক্ষে ৩ হাজার পরিবারকে ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসবকথা বলেন।  

হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে ও তাজউদ্দীন রিজভীর সঞ্চালনায় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ, বেলাল আহমেদ, জামাল উদ্দীন সেকান্দর, জাহাঙ্গীর সিদ্দিকী, নাছির আহম্মদ, কামাল উদ্দীন চৌধুরী, হাজি মো. সেলিম, মঞ্জুর আলম, মাসুদ করিম, আব্দুস মাবুদ, ওসমান গণি বাবুল, মিজানুর রহমান, জোবায়ের কাকী, এসএম মামুনুর রশীদ, এনামুল হক, মাস্টার শাহাদাত হোসেন, ওসমান গণি মানিক, জাহাঙ্গীর আলম, ইফতেখার উদ্দীন, ইয়াসির আরাফাত, তানভীর আহমদ রিঙ্কু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।