ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১৫০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
১৫০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ২

চট্টগ্রাম: চট্টগ্রামের কোতোয়ালি থানার ঘাটফরহাদ বেগ এলাকায় অভিযান চালিয়ে ১৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।  

বুধবার (২১ এপ্রিল) বিকেল ৪টার দিকে কাটা পাহাড় খ্রীষ্টান বাড়ীর জাফর ম্যানশনের সিঁড়ির নিচে থেকে তাদের গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ ।



গ্রেফতার দুজন হলেন- কমল দত্ত প্রকাশ পিন্টু দত্ত (৫৮) ও বিজয় বাড়ই (৩০)।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মাে. মােমিনুল হাসান বাংলানিউজকে জানান, জাফর ম্যানশন এর সিড়ির নিচে দুইজন লােক দেশীয় তৈরি চোলাই মদ বিক্রি করছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালানোর চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে তিন বস্তায় ১৫০ লিটার চোরাই মদ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান,  গ্রেফতার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চোলাই মদ বিক্রি করে আসছিল। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। গ্রেফতার
কমল দত্তের বিরুদ্ধে মাদক মামলায় বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।  

বাংলাদেশ সময়: ০০২১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad