ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের সব পৌরসভা ও ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
চট্টগ্রামের সব পৌরসভা ও ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার প্রতীকী ছবি।

চট্টগ্রাম: চট্টগ্রামের ১৫টি পৌরসভার প্রতিটিতে ৮ লাখ এবং ১৯০টি ইউনিয়নের প্রতিটিতে ২ লাখ ৫০ হাজার টাকা করে বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভিজিএফ প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে দুস্থ-অসহায়দের জন্য পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে এই টাকা বরাদ্দ দেওয়া হয়।


 
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া জানান, ভিজিএফ প্রকল্পের আওতায় আগে চাল দেওয়া হতো। এখন সরাসরি টাকা দেওয়া হচ্ছে।
করোনাকালে কর্মহীন গরিব-দুঃস্থদের অগ্রাধিকার দিয়ে পৌর মেয়র, ইউএনও ও ইউপি চেয়ারম্যানদের সমন্বয়ে বরাদ্দের টাকা বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।  

জানা গেছে, ঈদের আগেই হতদরিদ্র পরিবারের মাঝে মোবাইলের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হবে। সরাসরি বিকাশ অথবা নগদের মাধ্যমে প্রত্যেক তালিকাভুক্ত ব্যক্তির কাছে টাকা পৌঁছে যাবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান জানান, চট্টগ্রামে প্রধানমন্ত্রীর উপহার ৫ কোটি ৯৫ লাখ টাকা বরাদ্দ এসেছে। প্রত্যেক পরিবারের মাঝে নগদ ৫০০ টাকা করে প্রদান করা হবে। একেকদিন একেকটি উপজেলায় বিতরণ করা হবে। রোববার (২৪ এপ্রিল) থেকে বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘন্টা, এপ্রিল ২৪, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।