ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম রেলস্টেশনে পুলিশের মহড়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
চট্টগ্রাম রেলস্টেশনে পুলিশের মহড়া ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: হঠাৎ রেলস্টেশন এলাকায় লাঠি-পাথর নিয়ে তাণ্ডব শুরু করে কতিপয় ব্যক্তি। তাদের নিবৃত্ত করতে এগিয়ে আসে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তাবাহিনীর (আরএনবি) সদস্যরা।

হ্যান্ড মাইকে সরে যাওয়ার আহ্বান জানালেও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে তারা।

এরপর শুরু হয় পুলিশের অ্যাকশন।

রাবার বুলেট ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয় বিক্ষোভকারীদের। ঘটনাস্থল থেকে আটক করা হয় নাশকতায় ইন্ধনদাতা কয়েকজনকে। এসময় ইটের আঘাতে আহত হয় আরএনবি’র কয়েকজন সদস্য।

শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চট্টগ্রাম রেলস্টেশন অনুষ্ঠিত হয় এ মহড়া। মহড়ায় অংশ নেন শতাধিক রেলওয়ে পুলিশ ও আরএনবি সদস্য।  

জানা গেছে, রেলস্টেশনে হামলা মোকাবেলায় আরএনবি সদস্যদের প্রস্তুত রাখার অংশ হিসেবে এ মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় যাত্রী ও রেলওয়ের সম্পদ বাঁচাতে কীভাবে হামলাকারীদের মোকাবেলা করা যায়, তার অনুশীলন করা হয়েছে।  

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো. সারোয়ার আলম বাংলানিউজকে বলেন, প্রশিক্ষণের অংশ হিসেবে ঘন্টাব্যাপী এ মহড়া অনুষ্ঠিত হয়েছে। রেলওয়ের সম্পদ রক্ষা ও যাত্রীদের নিরাপত্তা বিধানে প্রস্তুত আছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘন্টা, এপ্রিল ২৪, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।