ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বন্দরে লরি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
বন্দরে লরি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ...

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের ৮ নম্বর ইয়ার্ডে লরি চাপায় মোটরসাইকেল আরোহী, বন্দরের যান্ত্রিক অপারেটর মাসুদ রানা মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।

শনিবার (২৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মাসুদ রানা (৩১) কুষ্টিয়ার বেড়ামারা থানার গোলাপপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।  

বন্দর সূত্রে জানা গেছে, মাসুদ বাসা থেকে ডিউটি করার জন্য মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে পৌঁছালে বন্দরের মালবাহী লরি পেছন থেকে ধাক্কায় দেয়।

 

চমেক হাসপাতালের এএসআই শীলব্রত বড়ুয়া বাংলানিউজকে জানান, গুরুতর আহত অবস্থায় মাসুদকে চমেক হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়ঃ ১৮৪২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।