ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নোংরা পরিবেশে খাবার উৎপাদন, হাটহাজারীতে ‘ত্রিবেণী’কে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
নোংরা পরিবেশে খাবার উৎপাদন, হাটহাজারীতে ‘ত্রিবেণী’কে জরিমানা ...

চট্টগ্রাম: হাটহাজারীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি সামগ্রী উৎপাদন, সংরক্ষণ এবং মানবদেহের জন্য ক্ষতিকর রং ব্যবহারের অভিযোগে ত্রিবেণী মিষ্টি ভান্ডার নামে একটি প্রতিষ্ঠানকে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে এ জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ বাংলানিউজকে বলেন, কয়েকদিন ধরে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে খাবারের মান নিয়ে বিভিন্ন অভিযোগ পেয়ে আসছি। আজ (শনিবার) প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালানো হয়।

এতে দেখা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে খাবার। এছাড়া ব্যবহার করা হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকারক রং। সবকিছু বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
এমএম/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।