ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কৃষিজমি নিয়ে বিরোধ: গুলিবিদ্ধ ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
কৃষিজমি নিয়ে বিরোধ: গুলিবিদ্ধ ৩ বাঁশখালীতে ধান কাটা নিয়ে গোলাগুলি

চট্টগ্রাম: বাঁশখালীর গণ্ডামারায় ধান কাটাকে কেন্দ্র করে গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়েছে তিনজন।

শনিবার (২৪ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বাদামতলী এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, মো. শাহ আলম (৬০), মো. আবু সালাম (৩৫) ও আব্দুল আলিম (১৪)।  

আহতদের হাসপাতালে আনায়কারী মো. ইকবাল বাংলানিউজকে জানান, কৃষি জমি নিয়ে বাদাতমতলী এলাকার হোসেন মাঝি ও মো. শাহ আলমের সঙ্গে বিরোধ ছিল।

স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে এ বিরোধ সমাধান করলে মো. শাহ আলম জায়গাটি পায়। চেয়ারম্যানের আদেশে জমিতে চাষাবাদ করে শাহ আলম। আজ সকালে ধান কাটতে গেলে হোসেন মাঝি গুলি চালায়। এতে তিনজন গুলিবিদ্ধ হয়। আহতদের উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়।  

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বাংলানিউজকে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয়দের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। তিনজনকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাদের ২৪ নম্বর সার্জারী ওয়ার্ডে ভর্তি করানো হয়।  

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।