ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় ২৮ হাজার ইয়াবাসহ কাভার্ডভ্যান জব্দ, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
লোহাগাড়ায় ২৮ হাজার ইয়াবাসহ কাভার্ডভ্যান জব্দ, গ্রেফতার ১ ২৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ইমতিয়াজ

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ২৮ হাজার পিস ইয়াবাসহ ইমতিয়াজ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।  

সোমবার (২৬ এপ্রিল) ভোর ৩টায় থানার গেইট থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।  

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। গ্রেফতার ইমজিয়াজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।