ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্বাস্থ্যবিধি নিশ্চিতে চট্টগ্রামে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
স্বাস্থ্যবিধি নিশ্চিতে চট্টগ্রামে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম: বৈশ্বিক মহামারি করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।  

সোমবার (২৬ এপ্রিল) ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরজুড়ে অভিযান চালিয়ে ১২ মামলায় ২ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেছেন।

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮০০ মাস্ক বিতরণ করা হয়েছে।  

অভিযানকালে শপিং মল ও দোকানপাটে ক্রেতা-বিক্রেতাদের মুখে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত সরকারি নির্দেশনা প্রতিপালনের বিষয়ে জোর দেওয়া হয়েছে।

 
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান মেহেবুব, আশরাফুল হাসান, মাসুমা জান্নাত, মামনুন আহমেদ অনিক, মোহাম্মদ আতিকুর রহমান, মো. উমর ফারুক, মো. আশরাফুল আলম, মো. আলী হাসান, মিজানুর রহমান, প্রতীক দত্ত ও প্লাবন কুমার বিশ্বাস।

জনস্বাস্থ্য ও জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।