ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঈদবাজারে ভাটা চট্টগ্রামে, বিকিকিনি নেই

আল রাহমান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
ঈদবাজারে ভাটা চট্টগ্রামে, বিকিকিনি নেই বিপণি বিতানে ক্রেতা সমাগম নেই বললেই চলে। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: দর্জিপাড়া সরগরম হতো রমজানের আগে। টেরিবাজারের থান কাপড়ের দোকানগুলো শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, সালোয়ার, ব্লাউজ, পেটিকোট, সেলাইছাড়া থ্রিপিস ইত্যাদি বেচাকেনা শেষ করতো রমজানের প্রথম দুই সপ্তাহের মধ্যে।

করোনা প্রতিরোধে সর্বাত্মক লকডাউনের কারণে এবার ঈদবাজারে ভাটা পড়েছে।  

লকডাউনের মধ্যেই কয়েকদিন ধরে দোকানপাট খোলা রাখা হলেও বিকিকিনি নেই বললেই চলে।

টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান বাংলানিউজকে বলেন, প্রতিবেশী দেশ ভারতে করোনা পরিস্থিতির মারাত্মক অবনতির খবর, দেশে তীব্র গরম, গণপরিবহন বন্ধ থাকা, কর্মজীবীদের বেতন-বোনাসের অপেক্ষাসহ নানা কারণে বেচাকেনা নেই বললেই চলে।  
তিনি জানান, টেরিবাজারে ৮২টি বিপণিকেন্দ্রের (মার্কেট) আড়াই হাজার ছোট-বড় দোকানে ২০ হাজার কর্মকর্তা-কর্মচারী ঈদবাজার নিয়ে উদ্বিগ্ন। আশাকরছি, মে মাসের প্রথম সপ্তাহ থেকে রেডিমেড পণ্যের ক্ষেত্রে ঈদবাজার চাঙা হবে। থান কাপড় বা কাটা কাপড়ের ব্যবসায়ীরা এবার লোকসানে রয়েছেন।

টেরিবাজার থান কাপড়ের জন্য প্রসিদ্ধ হলেও এখন অনেক বড় বড় শোরুম গড়ে উঠেছে। আল্পনা প্লাসের মো. সালাউদ্দিন বাংলানিউজকে বলেন, ঈদের বেচাকেনার জন্য প্রায় সব প্রতিষ্ঠানই পণ্যসামগ্রী সংগ্রহ করেছে। এখন বেচাকেনা খুবই খারাপ হচ্ছে। এভাবে চলতে থাকলে টিকে থাকাই কষ্টকর হবে।  

বৃহত্তর চট্টগ্রামে মধ্যবিত্ত থেকে শুরু করে সব শ্রেণির ক্রেতাদের কাছে রিয়াজউদ্দিন বাজারের তামাকুমণ্ডি লেন বেশ পরিচিত। তামাকুমণ্ডি লেন ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাংলানিউজকে বলেন, এখানে ১১০টি বিপণিকেন্দ্রের (মার্কেট) ১৩ হাজার দোকান রয়েছে। মফস্বলের অনেক দোকান এখান থেকে পাইকারি পণ্য নিয়ে যায় ঈদের আগে। কিন্তু লকডাউনের কারণে এবার তা বন্ধ বললেই চলে। এতে বন্ধ রয়েছে দোকানিদের কালেকশন বা বাকি টাকা আদায়।  

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে যাতে গ্রাহকেরা কেনাকাটা করতে পারেন তার জন্য প্রতিটি দোকানকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। হ্যান্ড স্যানিটাইজার, ক্রেতা-বিক্রেতার মুখে মাস্ক রাখার বিষয়টি সিরিয়াসলি মনিটরিং করছি আমরা।  

অভিজাত মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাকির হোসেন বাংলানিউজকে জানান, এখানে বেশিরভাগ ক্রেতাই প্রাইভেট কারে চড়ে কেনাকাটা করতে আসেন। লকডাউন চললেও পুলিশ কোনো গাড়িকে হয়রানি করছে না, বাধা নেই। তারপরও ক্রেতারা আসছে না ঈদের কেনাকাটা করতে।  

তিনি বলেন, এখানে ২৮৪টি দোকান রয়েছে। বলতে গেলে এটা ৯০ শতাংশ নারী ক্রেতার মার্কেট। প্রতিবছরের চাহিদা মাথায় রেখে এবারও ঈদের জন্য আকর্ষণীয় সব ড্রেস, শাড়ি তুলেছেন দোকানিরা। শতভাগ স্বাস্থ্যবিধি প্রতিপালনের উদ্যোগ নিয়েছি আমরা।  

নিউমার্কেট হিসেবে পরিচিত বিপণিবিতানের ব্যবসায়ী মোহাম্মদ খোরশেদ বাংলানিউজকে বলেন, একদিকে লকডাউন, ব্যক্তিগত গাড়িতে মুভমেন্ট পাসের কারণে ক্রেতারা আসতে পারছেন না। পাশাপাশি ক্রেতা-বিক্রেতা সবাই করোনার প্রভাবে অস্থিরতার মধ্যে আছেন, উদ্বেগের মধ্যে আছেন। এ অবস্থায় ব্যবসায়ীরা মনে করছেন লকডাউন তোলার পর ক্রেতা-সমাগম বাড়বে, কেনাকাটা হবে।  

জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল আমিন বাংলানিউজকে বলেন, আমাদের প্রায় ১ হাজার দোকান। এসব দোকানে বৃহত্তর চট্টগ্রামের তরুণরাসহ সব ধরনের নারী-পুরুষ কেনাকাটা করতে আসেন ঈদের আগে। কিন্তু লকডাউনের কারণে সবাই দোকান খুলে বসে থাকলেও বেচাকেনা নেই।  

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।