চট্টগ্রাম: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় সোয়া ৭টার দিকে ‘সিএমসি ক্যাফে’র সামনে এ ঘটনা ঘটে।
আহত দুই জনের মধ্যে একজন ইন্টার্ন চিকিৎসক ৫৪তম এমবিবিএস ব্যাচের রানা।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুইজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
এমএম/টিসি