ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনা ও রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
করোনা ও রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

চট্টগ্রাম: করোনা মহামারি ও পবিত্র রমজান মাসে শ্রমজীবী অসহায় মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

খাদ্যসামগ্রী বিতরণ পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় আ জ ম নাছির উদ্দিন বলেন, করোনা মহামারির মতো দুর্যোগময় সময়ে বিত্তবানদের গরিব, দুস্থ মানুষের জীবন যাত্রার উন্নয়নে উদারভাবে সাহায্য করতে হবে। সবাইকে নিজ নিজ স্বার্থে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এক্ষেত্রে অবশ্যই যথাযথভাবে মাস্ক ব্যবহার করতে হবে।

নগরের হালিশহরের বন্দর বহুমুখী সমবায় সমিতি সংলগ্ন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুকের সার্বিক ব্যবস্থাপনায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. সালাহউদ্দিন আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. হেলাল উদ্দিন, সুজিত দাশ, মকসুদ আলী, সাইফুল ইসলাম মামুন প্রমুখ। সভা পরিচালনা করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদুর রহমান।

বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।