ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্বেচ্ছাসেবক লীগের ইফতার সামগ্রী বিতরণ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
স্বেচ্ছাসেবক লীগের ইফতার সামগ্রী বিতরণ  ইফতার সামগ্রী বিতরণ করেন আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বায়েজিদ থানা শাখার উদ্যোগে শেরশাহ ড. মাজহারুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি করোনা মহামারির ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন সফল করার এবং বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।  

স্বেচ্ছাসেবকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দিনের সভাপতিত্বে ও  মো. সালাহ্উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে নগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ, কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদ আহম্মদ, সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী, আনোয়ারুল ইসলাম বাপ্পী, আবদুর রশীদ লোকমান, আবদুল কুদ্দুস বাপ্পি, নাজিম উদ্দীন, মাসুদ আলম, তসলিম উদ্দিন, হেলাল উদ্দিন, আজিজ মিছির, মকসুদ আলী, নুরুজ্জামান, বাহার, শামশুদ্দিন বাদল, সোহেল, রফিক, তানভীরসহ নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতারা উপস্থিত ছিলেন।

আকবর শাহ নেছারিয়া মাদ্রাসা 

দুপুরে আকবর শাহ থানাধীন নেছারিয়া মাদ্রাসা প্রাঙ্গণে নগর স্বেচ্ছাসেবক লীগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছাসেবক লীগ নেতা লায়ন প্রকৌশলী নুরুজ্জামানের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

অনুষ্ঠানে নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট এইচএম জিয়াউদ্দিন, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, কাউন্সিলর জহুরুল আলম জসিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ারুল ইসলাম বাপ্পী, মো.সালাউদ্দিন, হেলাল উদ্দিন, সুজিত দাশ, তসলিম উদ্দিন, আজিজ মিহির, হায়দার আলী, আবদুর রশিদ লোকমান, মকসুদ আলী, ইয়াকুব ইসলাম টিপু, আবদুল বাতেন, মনিরুল খান, রুবেল আহমেদ বাবু, মো. নাছির,সাইফুল ইসলাম, মাকসুদুর রহমান, হুমায়ুন কবির আজাদ, ইসমাইল হোসেন শিমুল, ইমরান আলী মাসুদ, মো. রবিউল হাসান, আবদুল্লাহ আল নোমান, মো. আবু বক্কর সিদ্দিক, রিয়াদ হোসেন ফয়সাল, সাইকুর রহমান বাবু, আইমন মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।