ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম চালু হচ্ছে বায়োনিক টেলিমেডিসিন সার্ভিস 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, মে ২, ২০২১
চট্টগ্রাম চালু হচ্ছে বায়োনিক টেলিমেডিসিন সার্ভিস  বায়োনিক টেলিমেডিসিন সার্ভিস চালু উপলক্ষে মতবিনিময় সভা

চট্টগ্রাম: বৈশ্বিক মহামারি করোনায় আতঙ্কিত সাধারণ মানুষ। ইতিমধ্যে বাংলাদেশ সরকার ঘোষিত লকডাউন চলমান।

এমন পরিস্থিতিতে করোনায় আক্রান্ত এবং করোনা সন্দেহজনক রোগীদের পাশে দাঁড়ানোর জন্য নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য এবং ডক্টর'স ফর সোসাইটি চালু করতে যাচ্ছে ‘বায়োনিক টেলিমেডিসিন সার্ভিস ২০২১। ’

এ উপলক্ষে রোববার (২ মে) এমএ আজিজ স্টেডিয়ামের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, করোনার ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার সরকার রাতদিন কাজ করে যাচ্ছে। যার ফলে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে করোনা তেমন ভয়াবহ রূপ লাভ করতে পারেনি।

তিনি সরকারের পাশাপাশি দেশের স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনগুলোকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।  

তারুণ্যের সভাপতি আবদুর রশীদ লোকমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সুচিন্তা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের যুগ্ম আহ্বায়ক ডা. হোসেন আহমেদ, ডা. সুব্রত বড়ুয়া, তারুণ্যের সংগঠক জসিম উদ্দিন, সুমন কান্তি নাথ, জয়নাল আবেদিন, আইয়ুব চৌধুরী, ডা. আকিল ইবনে তাহের, ডা. ফরহান, ডা. রকিবুল হাসান, ডা. বিপ্লব, ডা. আবু নোমান, ডা. ইফতেখার, জুবায়ের বাশার, মোহাম্মদ হাসান, আলমগীর হোসেন আবির, আমজাদ খান, জাহেদ আলম, মোহাম্মদ ইমরান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মে ০২, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।