ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পোশাক শিল্পের ভাবমূর্তির সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, মে ৩, ২০২১
পোশাক শিল্পের ভাবমূর্তির সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত ...

চট্টগ্রাম: তৈরি পোশাক শিল্পের ভাবমূর্তির সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত, তাই বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে শিল্পে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে শিল্প পুলিশ ব্যবসায়ীদের সঙ্গে একযোগে কাজ করবে।  

সোমবার (০৩ মে) নগরের খুলশীতে বিজিএমইএ আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিজিএমইএর নব-নির্বাচিত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে শিল্প পুলিশ-৩ এর পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান এ আশ্বাস দেন।

 

তিনি বলেন, গার্মেন্টস সেক্টরে শ্রমিক অসন্তেুাষ নিরসনসহ শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যেই শিল্প পুলিশ গঠিত হয়েছে।  

শিল্পাঞ্চলের নিরাপত্তার স্বার্থে সার্বক্ষণিক মনিটরিং এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে শিল্প পুলিশের তৎপরতা অব্যাহত রাখা এবং গার্মেন্টস শিল্পের নিরাপত্তা রক্ষায় শিল্প পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

 

বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম চট্টগ্রামে গার্মেন্টস শিল্পে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে শিল্প পুলিশের কার্যক্রমের প্রশংসা করেন।  

কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, এ শিল্প টিকবে কিনা অনেকই সন্দিহান ছিলেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী সিদ্ধান্তে এ শিল্প ক্রান্তিকাল অতিক্রম করতে পেরেছে। যদিও বর্তমানে করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে, তবুও এ দেশের অবহেলিত নারী সমাজের ক্ষমতায়ন ও অর্থনীতির প্রাণশক্তি এ শিল্পকে সচল রাখতে তিনি সংশ্লিষ্ট সব মহলের অব্যাহত সহযোগিতা কামনা করেন।  

বক্তব্য দেন বিজিএমইএর সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, মো. হাসান (জেকি), সাবেক পরিচালক আ ন ম সাইফ উদ্দিন, মোহাম্মদ মুসা, শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানী সাহা, সহকারী পুলিশ সুপার সুদীপ ত্রিপুরা ও মো. জসিম উদ্দিন।  

বক্তারা জাতীয় অর্থনীতিতে পোশাক শিল্পের অবদান উল্লেখ করে এ শিল্প রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।  

সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক তানভীর হাবিব, এএম শফিউল করিম (খোকন), এম এহসানুল হক এবং শিল্প পুলিশ ও বিজিএমইএর ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মে ০৩, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।