ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনায় কর্মহীন অসহায় মানুষকে সহায়তার আহ্বান এমএ সালামের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, মে ৩, ২০২১
করোনায় কর্মহীন অসহায় মানুষকে সহায়তার আহ্বান এমএ সালামের জেলা পরিষদ সদস্যদের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন এমএ সালাম

চট্টগ্রাম: করোনাকালীন লকডাউনের সময় দিনমজুর, নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির যারা আয়-উপার্জন হারিয়ে মানবেতর-অসহায় জীবন-যাপন করছে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম।  

তিনি বলেন, এ লকডাউনে অনেকেই নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কেনার সামর্থ্য হারিয়েছেন।

তাদের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছানোর লক্ষ্যে সব সংস্থা ও বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

সোমবার (০৩ মে) চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে নগর ও জেলার করোনাকালীন দুর্গত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী হস্তান্তরকালে এ আহ্বান জানান তিনি।

 

নগরের সার্সন রোডের চট্টগ্রাম জেলা পরিষদের ডাকবাংলোয় খাদ্যসামগ্রী হস্তান্তরকালে এমএ সালাম বলেন, মহামারি কোভিডের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধ করার উদ্দেশ্যে সরকার লকডাউন কার্যকর করছে। মানুষের জীবন রক্ষায় এর কোনো বিকল্প নেই। তাই জেলা পরিষদের উদ্যোগে ১২ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।  

পরে তিনি জেলা পরিষদ সদস্যদের হাতে এসব খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন।  

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) শাব্বির ইকবাল বলেন, চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে জেলার করোনাকালিন দুর্গত ১২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। এসব খাদ্যসামগ্রীর প্যাকেটে ৭ কেজি চাল, ২ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ লিটার তেল, ১ কেজি ময়দা, ১ কেজি মসুর ডাল, ২০০ গ্রাম গুঁড়ো দুধ, ৪ প্যাকেট লাচ্ছা সেমাই ও ১টি সাবান রয়েছে।
খাদ্যসামগ্রী বিতরণকালে ছিলেন জেলা পরিষদের সচিব মো. রবিউল হাসান, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, সদস্য শেখ মো. আতাউর রহমান, আ ম ম দিলসাদ, জাফর আহমেদ, শওকত আলম, কাজী আব্দুল ওহাব, কামরুল ইসলাম চৌধুরী, দেবব্রত দাশ, আবু আহমেদ চৌধুরী, এসএম আলমগীর চৌধুরী, মো. জসীম উদ্দীন, অ্যাডভোকেট উম্মে হাবিবা, রেহেনা বেগম, ফেরদৌসী চৌধুরী, শাহিদা আক্তার জাহান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ০৩, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।