ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের উপদেষ্টা পদে ড. সাইফুল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, মে ৪, ২০২১
সাদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের উপদেষ্টা পদে ড. সাইফুল অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম

চট্টগ্রাম: সাদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(চুয়েট) সাবেক শিক্ষক  অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।  

অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বুয়েট) থেকে পুরকৌশল বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

এরপর ১৯৯৪ সালে ভারতের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান

তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) রুরকি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘদিন চুয়েটে চাকরিকালীন সময়ে অনুষদের ডিন, বিভাগের প্রধান, হল প্রভোস্ট, সিন্ডিকেট সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর ৭০টিরও বেশি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।

সাদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগে উপদেষ্টা হিসেবে যোগদান করায় অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামকে  শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মো. মোজাম্মেল হক ও উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ০৪, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।