ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চাকরির প্রলোভন দেখিয়ে ৩ তরুণীর সঙ্গে প্রতারণা, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মে ৪, ২০২১
চাকরির প্রলোভন দেখিয়ে ৩ তরুণীর সঙ্গে প্রতারণা, আটক ২ ...

চট্টগ্রাম: চাকরির প্রলোভন দেখিয়ে তিন তরুনীকে জিম্মি করে রাখার অভিযোগে দুই প্রতারককে আটক করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (৪ মে) বিকালে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নূরুল আবছার।

 

আটকৃতরা হলেন, মো. নুরুল আলম (৬০) ও মো. আমির (৪৫)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নূরুল আবছার বাংলানিউজকে জানান, একটি সংঘবদ্ধ প্রতারকচক্র ব্রাহ্মনবাড়িয়া ও ভোলার তিনজন তরুণীকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বছর যাবত জোর পূর্বক পতিতাবৃত্তি করায়।

সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের বন্দর থানার মাঝির পাড়া ফারুক কলোনী এলাকা থেকে দুইজনকে আটক ও তিন তরুণীকে উদ্ধার করা হয়।  

তিনি জানান, আটককৃতরা জিজ্ঞাসাবাদে চাকরির প্রলোভন দেখিয়ে পতিতাবৃত্তির করানোর কথা স্বীকার করে। প্রতারক চক্রের বিরুদ্ধে বন্দর থানায় ‘২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে’ মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, মে ০৪, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad