চট্টগ্রাম: রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও হলদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাসান মুরাদ রাজুকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ( ১০ মে) বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন।
ওসি আবদুল্লাহ আল হারুন বাংলানিউজকে জানান, সম্প্রতি রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজি অভিযোগে হাসান মুরাদ রাজু নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা করেন শিল্পী মহাজন নামে এক ভুক্তভোগী নারী।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, মে ১০, ২০২১
এমএম/টিসি