ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফজলে করিমের নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজি, যুবলীগ নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মে ১০, ২০২১
ফজলে করিমের নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজি, যুবলীগ নেতা গ্রেফতার ...

চট্টগ্রাম: রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও হলদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাসান মুরাদ রাজুকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ( ১০ মে) বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন।

গ্রেফতার যুবলীগ নেতা  হাসান মুরাদ রাজু হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা গ্রামের ইয়ারের বাড়ির পীর আবুল কালামের ছেলে।

ওসি আবদুল্লাহ আল হারুন বাংলানিউজকে জানান, সম্প্রতি রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজি অভিযোগে হাসান মুরাদ রাজু নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা করেন শিল্পী মহাজন নামে এক ভুক্তভোগী নারী।

রোববার রাত পৌনে ১১টার দিকে হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাউজান থানায় একাধিক মামলা রয়েছে। সম্প্রতি সংসদ সদস্যের নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, মে ১০, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।