ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে বজ্রপাতে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, মে ১১, ২০২১
ফটিকছড়িতে বজ্রপাতে শিশুর মৃত্যু ...

চট্টগ্রাম:  ফটিকছড়িতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে রাইসা নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নের ছাদেক নগর গ্রামে মফজল সাওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশু রাইসা প্রবাসী দিল মোহাম্মদের কন্যা।

সমিতিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বাংলানিউজকে বলেন, ‌‌‘আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিশুটির মৃত্যু হয়।

এসময় মা রোকসানা বেগম শিশুটিকে বাঁচানোর চেষ্টা করলে পরে গিয়ে গুরুতর আহত হয়। পরে প্রতিবেশিরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশু রাইসাকে মৃত ঘোষণা করেন এবং আহত মাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়।  

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মে ১১, ২০২১
এমএম/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।