চট্টগ্রাম: ৭৭ বছরের পিতাকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা করার মামলায় ছেলে মোহাম্মদ হাসানের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১১ মে) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালত ভার্চুয়াল শুনানি শেষে আসামির জামিন নামঞ্জুর করেন।
বাদি পক্ষের আইনজীবী মামুনুল হক চৌধুরী বাংলানিউজকে বলেন, ৭৭ বছর বয়সী বৃদ্ধ বাবাকে মারধর ও হত্যার চেষ্টা করেছে আসামি মো. হাসান। আসামি পক্ষ জামিনের আবেদন করেছিল।
তিনি বলেন, ছেলের বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকে প্রাণভয়ে আতঙ্কে আছেন বাবা। আসামির স্ত্রী নাসিমা আক্তার ও স্থানীয় কিছু বখাটে বাদীপক্ষের লোকজনকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন।
গত ৪ মে লোহাগাড়া উপজেলার চুনতিতে বাড়ির উঠানে কাজ করার সময় বৃদ্ধ বাবা-মাকে মারধর করে হত্যার চেষ্টা করেন মো. হাসান। এ সময় বাবা-মাকে বাঁচাতে আসলে বোনকেও মারধর করেন হাসান ও তার স্ত্রী।
এ ঘটনায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ৭৭ বছর বয়সী মো. লোকমান লোহাগাড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মো. হাসানকে গ্রেফতার করে। ৫ মে লোহাগাড়া থানা পুলিশ আসামি মো. হাসানকে আদালতে পাঠায়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
৬ মে আসামি মো. হাসানের পক্ষে জামিনের আবেদন করে তার আইনজীবী। আদালত জামিন নামঞ্জুর করেন।
ভুক্তভোগী মো. লোকমান জানান, হাসান এর আগেও একাধিকবার তাদের মারধর করেছে। স্থানীয়ভাবে শালিস বিচার হলেও তা তোয়াক্কা না করে বার বার মারধর করে এসেছে। হাসানের স্ত্রী নাসিমাও তাদের মারধর করে। মামলা করার পর থেকে তিনি আতঙ্কে আছেন।
বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, মে ১১,২০২১
এমএম/টিসি