চট্টগ্রাম: কর্ণফুলী থানার বোর্ড বাজার এলাকায় ছুরিকাঘাতে মো. মুরাদ (২৮) নামে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (১৮ মে) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
কর্ণফুলী থানার ডিউটি অফিসার নাম অনিচ্ছুক বাংলানিউজকে জানান, রাত সাড়ে ১০টার দিকে বোর্ড বাজার এলাকায় মারামারি হয়েছে। সেখানে মুরাদ নামে একজনকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে তিনি মারা যান।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হত্যার সঙ্গে জড়িত কয়েকজনের নাম-ঠিকানা পাওয়া গেছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, আগের কোনো দ্বন্দ্বের কারণে দুর্বৃত্তরা তাকে হত্যা করতে পারে।
বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা, মে ১৯, ২০২১
টিসি/