ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, মে ১৯, ২০২১
ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রাম: কর্ণফুলী থানার বোর্ড বাজার এলাকায় ছুরিকাঘাতে মো. মুরাদ (২৮) নামে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (১৮ মে) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মুরাদ একই থানার চরলক্ষ্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মৃত আব্দুর রহিম মিয়ার ছেলে। তিনি পেশায় প্রাইভেটকারচালক।
এছাড়া তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।  

কর্ণফুলী থানার ডিউটি অফিসার নাম অনিচ্ছুক বাংলানিউজকে জানান, রাত সাড়ে ১০টার দিকে বোর্ড বাজার এলাকায় মারামারি হয়েছে। সেখানে মুরাদ নামে একজনকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে তিনি মারা যান।  

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হত্যার সঙ্গে জড়িত কয়েকজনের নাম-ঠিকানা পাওয়া গেছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, আগের কোনো দ্বন্দ্বের কারণে দুর্বৃত্তরা তাকে হত্যা করতে পারে।

বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা, মে ১৯, ২০২১
টিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।