চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে পুনরায় নিয়োগ পাওয়ার পর দায়িত্ব গ্রহণ করে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অধ্যাপক ডা. মো. ইসমাইল খান।
বৃহস্পতিবার (২০ মে) সকালে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির প্রতিকৃতিতে এ পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, উপ-কলেজ পরিদর্শক ডা. আইরিন সুলতানা, সহকারী প্রকৌশলী মুশফিকুর সালেহিন এবং লিয়াজু ও প্রটোকল অফিসার আলাউদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।
সোমবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে ভিসি পদে পুনরায় নিয়োগ পান অধ্যাপক ডা. মো. ইসমাইল খান।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ২০, ২০২১
এআর/টিসি