চট্টগ্রাম: হাটহাজারী থানায় ভাংচুর ও ভূমি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান কমিটির আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইনামুল হাসান ফারুকী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার (৩০ মে) বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদার আদালতে জবানবন্দি দেন তিনি।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মাসুম।
আদালত সূত্রে জানা যায়, হাটহাজারী থানার ২৮(০৪)২১ মামলায় ইনামুল হাসান ফারুকী ৪ দিনের রিমান্ডে ছিলেন।
গত ২৬ মে বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের আদালত দুই মামলায় ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২২ মে বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিনের আদালত ইনামুল হাসান ফারুকীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। গত ২১ মে রাতে হাটহাজারীর ফতেয়াবাদ এলাকা থেকে ইনামুল হাসান ফারুকীকে গ্রেফতার করে র্যাব-৭। ফারুকী হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন। হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী হত্যা মামলার আসামি ফারুকী। এ ছাড়া হাটহাজারী থানায় ভাংচুর ও ভূমি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিও তিনি।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, মে ২৬, ২০২১
এমএম/টিসি