ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জুন ১১, ২০২১
আনোয়ারায় মরদেহ উদ্ধার প্রতীকী ছবি।

চট্টগ্রাম: আনোয়ারার বরুমচড়া ইউনিয়নের নলদিয়া বাঘমারার চর এলাকা থেকে মো. জামাল উদ্দিন (৩০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ জুন) ভোরে একটি জলাশয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

জামাল উদ্দিন নলদিয়া গ্রামের মো. সোলাইমানের পুত্র। তিনি এক পুত্র ও এক কন্যার জনক।

জানা গেছে, বৃহস্পতিবার (১০ জুন) রাত ১০টার দিকে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি জামাল উদ্দিন। শুক্রবার ভোরে নলদিয়া এলাকায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।  

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইসহাক জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল উদ্দিনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুন ১১, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।