ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড়ে অবৈধভাবে নির্মিত ৩৭০টি বাড়ি উচ্ছেদ করলো জেলা প্রশাসন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জুন ১৪, ২০২১
পাহাড়ে অবৈধভাবে নির্মিত ৩৭০টি বাড়ি উচ্ছেদ করলো জেলা প্রশাসন পাহাড়ে উচ্ছেদ অভিযান। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডসহ নগরের বিভিন্ন স্থানে পাহাড়ে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

সোমবার (১৪ জুন) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান চলে।

এতে পাহাড়ে অবৈধভাবে নির্মিত ৩৭০টি বাড়ি উচ্ছেদ করা হয়।  

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

৬ জন ম্যাজিস্ট্রেট ৩টি দলে ভাগ হয়ে অভিযান পরিচালনা করেন। এছাড়াও পরিবেশ অধিদফতরের পরিচালক নুরুল্লাহ নূরী উপস্থিত ছিলেন। সহযোগিতায় ছিলেন মেট্রোপলিটন ও জেলা পুলিশের ১৫০ সদস্য।  

প্রতিটি টিমের সঙ্গে পরিবেশ অধিদফতরের কর্মকর্তা, সংশ্লিষ্ট ভূমি উপসহকারী কর্মকর্তা ও সার্ভেয়াররা অভিযানে অংশ নেন।  

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বাংলানিউজকে বলেন, প্রায় ৩শ’ জনবল ও ৩টি স্কেভাটারের সহায়তায় বায়েজিদ লিংক রোডের মহানগর অংশে ১১০টি, সীতাকুণ্ড অংশে ৭০টি এবং হাটহাজারী অংশে ১৯০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অধিকাংশ স্থাপনা টিনের তৈরি। কিছু সেমিপাকা এবং পাকা সীমানা দেয়াল উচ্ছেদ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জুন ১৪, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।