ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে ১৩ পরিবারকে অর্থ ও টিন দিলেন সংসদ সদস্য দিদার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জুন ২৫, ২০২১
সীতাকুণ্ডে ১৩ পরিবারকে অর্থ ও টিন দিলেন সংসদ সদস্য দিদার অনুদান ও ঢেউটিন বিতরণ করেন সংসদ সদস্য দিদারুল আলম। 

চট্টগ্রাম: সীতাকুণ্ড সংসদীয় আসনের অধীন ৯ নম্বর উত্তর পাহাড়তলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে অনুদান ও ঢেউটিন বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম।  

শুক্রবার (২৫ জুন) বেলা ১১টায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৬৫ হাজার টাকা ও ১০ বান ঢেউটিন বিতরণ করেন তিনি।

 

ব্যক্তিগত সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন ছিলেন ৯ নম্বর ওয়ার্ড উত্তর পাহাড়তলী ওয়ার্ডের চসিক কাউন্সিলর জহুরুল আলম জসিম, আকবরশাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ, সহ-সভাপতি নিয়াজ আহম্মদ, আব্দুল জব্বর, ৯, ১০ ও ১৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর তসলিমা নুরজাহান রুবি, পাহাড়তলী থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাসুম, ওয়ার্ড উত্তর পাহাড়তলী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক সরোয়ার মোরশেদ কচি, যুগ্ম আহ্বায়ক এরশাদ মামুন, মো. ইলিয়াছ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,মহিলা লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জুন ২৫, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।