ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং’র উদ্যোগে বৃক্ষরোপণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং’র উদ্যোগে বৃক্ষরোপণ ...

চট্টগ্রাম: রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং’র উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।  

শনিবার (১৭ জুলাই) সকালে নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন ক্লাবের অনারারি মেম্বার ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম  নাছির উদ্দিন।

 

এসময় তিনি বলেন, করোনাকালীন সময়ে সংগঠন অসহায় মানুষের মধ্যে ত্রাণ সহায়তা, সুরক্ষা সামগ্রী প্রদানসহ নানামুখী কর্মসূচি পালন করেছে। এবার সরকারের সবুজ বিপ্লব আন্দোলনকে আরও বেগবান করতে বৃক্ষ রোপন কর্মসূচি শুরু করেছে।

সংগঠনের এমন কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।  

বৃক্ষরোপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা-৩২৮২ বাংলাদেশের জেলা গভর্নর নমিনি (ডিজিএন) ইঞ্জিনিয়ার মতিউর রহমান, লেফটেন্যান্ট গভর্নর মো. শাহজাহান, ডেপুটি গভর্নর এমদাদুল আজিজ চৌধুরী ও অ্যাসিস্টেন্ট গভর্নর আজিজুল গণি চৌধুরী।  

রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং এর সভাপতি অধ্যাপক ড. সৈয়দা খুরশিদা বেগমের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ক্লাবের নির্বাচিত সভাপতি আলমগীর পারভেজ, আইপিপি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, ক্লাব সেক্রেটারী মো. সালাউদ্দিন, দি চিটাগাং কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লি. সহ-সভাপতি মো. ইদ্রিস, সদস্য সৈয়দ রফিকুল আনোয়ার, আলাউদ্দিন আলম ও পিডিআরআর রোটারিয়ান মোহাম্মদ সাজ্জাদ।     

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
এমএম/টিসি


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।