ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এনায়েত বাজারে দেড় শতাধিক পরিবারে শিক্ষা উপমন্ত্রীর খাদ্যসামগ্রী 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
এনায়েত বাজারে দেড় শতাধিক পরিবারে শিক্ষা উপমন্ত্রীর খাদ্যসামগ্রী  ...

চট্টগ্রাম: ঈদুল আজহা সামনে রেখে নগরের এনায়েত বাজার ওয়ার্ডে দেড় শতাধিক পরিবারে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।  

রোববার (১৮ জুলাই) বিকেল ৫টায় কেদারনাথ তেওয়ারি কলোনি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব উপহার বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর মো. সলিমউল্লাহ বাচ্চু, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর নিলু নাগ, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল মনু, সাবেক নগর ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী, গোপাল ঘোষ, উওম দে, অরুণ দও, উজ্জ্বল মজুমদার, বাবুল দে, মোহাম্মদ জাহেদ, ছাত্রনেতা মামুনুর রশিদ রায়হান, অন্তর হোড়, এমইউ সোহেল, গোবিন্দ দত্ত, রাকিব, রাজিব, বাহাদুর, রাহুল, বাদশাহ, মাহিন প্রমুখ

বক্তারা বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রা যখন বিপর্যস্ত ঠিক তখনি চট্টগ্রাম শহরের মানবিক সহায়তা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সন্তান শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। ঈদুল আজহা সামনে রেখে তিনি প্রতিটি ওয়ার্ডে, পাড়ায়, মহল্লায় হতদরিদ্র মানুষের জন্য এ খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।

মহিউদ্দিন চৌধুরী যেকোনো দুর্যোগে সবার আগে সাধারণ মানুষের কাছে এগিয়ে যেতেন। ঠিক তারই ধারাবাহিকতায় এ মহামারির লকডাউনে এনায়েত বাজারের খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার নওফেল।  

বাংলাদেশ সময়: ২০৪২ ঘন্টা, জুলাই ১৮, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।