চট্টগ্রাম: জনস্বার্থে সিআরবি রক্ষার জন্য আদালতে মামলা করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাভলু। সোমবার ( ১৯ জুলাই) সকালে সিনিয়র সহকারী জজ ১ম রুবাইয়াত ফেরদৌসের আদালতে মামলাটি করেন তিনি।
মামলায় বিবাদী করা হয়েছে- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদফতরের পরিচালক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব, চট্টগ্রাম ওয়াসার সচিব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী, চট্টগ্রামের পরিচালক স্বাস্থ্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক, বিস্ফোরক দ্রব্য অধিদফতরের উপ-পরিচালক, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সচিব, বাংলাদেশ রেলওয়ের জিএম (পূর্বাঞ্চল) ও এস্টেট অফিসার, চট্টগ্রাম প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক, চট্টগ্রামের জেলা প্রশাসক ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের কমিশনারকে।
অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু বাংলানিউজকে বলেন, জনস্বার্থে মামলাটি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুলাই ১৯,২০২১
এমএম/টিসি