ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে বিধিনিষেধ না মানায় মামলা-জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০২১
ফটিকছড়িতে বিধিনিষেধ না মানায় মামলা-জরিমানা  ...

চট্টগ্রাম: করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় ফটিকছড়ির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আলমগীর।  

বুধবার (৪ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিবিরহাট, নাজিরহাট পৌরসভা ও আশপাশের এলাকায় অভিযান চালানো হয় 

সহকারী কমিশনার এসএম আলমগীর বাংলানিউজকে বলেন, লকডাউন বাস্তবায়ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

 এ সময় ৭টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সংশ্লিষ্টদের বিধিনিষেধের ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে।
স্বাস্থ্যবিধি প্রতিপালনে আমাদের এ অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।