চট্টগ্রাম: বন থেকে লোকালয়ে নেমে আসা এক হরিণকে কামড়িয়ে আহত করেছে একদল কুকুর। এ ঘটনার পর বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী উপকূলীয় বন কর্মকর্তাদের খবর দিলেও হরিণটিকে উদ্ধার করতে আসেনি কেউ।
বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সাগর পাড়ে এ ঘটনা ঘটে।
মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহেদ হোসেন নিজামী বাবু বলেন, গতকাল সন্ধ্যায় উপকূলীয় বন থেকে একটি চিত্রা হরিণ মুরাদপুর গুলিয়াখালী সাগর পাড়ে চলে আসে।
সময় মত আসলে হরিণটিকে বাঁচানো যেত বলেছেন তিনি।
হরিণ উদ্ধারে দেরির কারণ জানতে চাইলে সীতাকুণ্ড উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মো. কামাল হোসেন এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তিনি বিট অফিসারের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২১
এমএম/টিসি