ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কুকুরের আক্রমণে আহত হরিণের প্রাণ গেল বন বিভাগের অবহেলায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, আগস্ট ৫, ২০২১
কুকুরের আক্রমণে আহত হরিণের প্রাণ গেল বন বিভাগের অবহেলায়

চট্টগ্রাম: বন থেকে লোকালয়ে নেমে আসা এক হরিণকে কামড়িয়ে আহত করেছে একদল কুকুর। এ ঘটনার পর বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী উপকূলীয় বন কর্মকর্তাদের খবর দিলেও হরিণটিকে উদ্ধার করতে আসেনি কেউ।

বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সাগর পাড়ে এ ঘটনা ঘটে।

মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহেদ হোসেন নিজামী বাবু বলেন, গতকাল সন্ধ্যায় উপকূলীয় বন থেকে একটি চিত্রা হরিণ মুরাদপুর গুলিয়াখালী সাগর পাড়ে চলে আসে।

এ সময় সাগর পাড়ে থাকা এক দল কুকুর হরিণটিকে দেখে আক্রমণ করেন। কুকুরের ধাওয়ায় দিশেহারা হরিণটি সাগর পাড়ের চারদিকে ছুটতে থাকেন। একপর্যায়ে কুকুরগুলো হরিণটিকে ধরে কামড়াতে থাকেন। এ ঘটনার পর বনবিভাগের কর্মকর্তাদের খবর দিলেও দীর্ঘ ৪ ঘন্টায়ও তারা আসেনি।  

সময় মত আসলে হরিণটিকে বাঁচানো যেত বলেছেন তিনি।  

হরিণ উদ্ধারে দেরির কারণ জানতে চাইলে সীতাকুণ্ড উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মো. কামাল হোসেন এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তিনি বিট অফিসারের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২১
এমএম/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।