চট্টগ্রাম: আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেছেন, দেশে ফুটবলের জাগরণ এনেছিলেন শেখ কামাল। সেই সঙ্গে খেলাধুলার উন্নয়নেও কাজ করেছেন তিনি।
শুক্রবার ( ৬ আগস্ট) বিকেলে পটিয়ায় শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আবাহনী সমর্থক গোষ্ঠী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে আয়োজিত খতমে কোরআন, দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বদিউল আলম বলেন, আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ছিলেন শেখ কামাল। তিনি ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে দেশের যুবসমাজকে কাজে লাগাতে চেয়েছিলেন। একজন দক্ষ সংগঠক, ক্রীড়াবিদ, সঙ্গীত শিল্পী, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে শহীদ শেখ কামাল তার নিজস্ব চিন্তাধারা ও সৃজনশীলতার সর্বোচ্চ ব্যবহার করে জাতি গঠনে অনন্য ভূমিকা রাখেন।
আবাহনী সমর্থক গোষ্ঠী চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক পটিয়া পৌর কাউন্সিলর হাসান মুরাদ, যুবলীগ নেতা তৌহিদুল আলম জুয়েল, সাইফুদ্দীন ভোলা, উজ্জ্বল ঘোষ, মো. হারুন, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম জুয়েল, পটিয়া পৌরসভা যুবলীগ নেতা দিহান চৌধুরী, পটিয়ার উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসাইন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২১
এমএম/টিসি