ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাসায় করোনার টিকা গ্রহণ, পুলিশ হেফাজতে দুই যুবক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
বাসায় করোনার টিকা গ্রহণ, পুলিশ হেফাজতে দুই যুবক ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরের নাসিরাবাদে জাকির হোসেন সড়কের একটি ফ্ল্যাটে করোনার টিকা নেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক যুবক ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ।

ওই যুবকের নাম মো. হাসান।

তিনি পিএডিএল গার্ডেনিয়ার একটি ফ্ল্যাটে থাকেন।  সহযোগীর নাম মোবারক আলী।
 

হাসানকে রোববার (৮ আগস্ট) রাতে এবং তার বন্ধু মোবারক আলীকে সোমবার (৯ আগস্ট) সকালে আটক করা হয়।  মোবারক স্থানীয় ইউসুফ আলী বাড়ির মোহাম্মদ আলীর পুত্র।

মোবারক আলীর সহায়তায় শনিবার (৭ আগস্ট) নিজ বাসায় হাসান মডার্নার ১ম ডোজ টিকা নিয়েছেন বলে ফেসবুকে স্ট্যাটাসে জানান। সাজ্জাদ নামের আরেক যুবকও এসময় টিকা নেন, যিনি ওই এলাকার মিশন গার্ডেনিয়া অ্যাপার্টমেন্টের বাসিন্দা। এজন্য প্রধানমন্ত্রী এবং বন্ধু মোবারক আলীকে ধন্যবাদও জানান হাসান। ফেসবুকে দেওয়া তার ছবি ভাইরাল হলে সমালোচনার সৃষ্টি হয়।  রোববার (৮ আগস্ট) ছবিসহ পোস্টটি মুছে দেন তিনি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, বাসায় টিকা নিয়ে যাওয়া কিংবা দেওয়া অন্যায়। যারা এই কাজ করেছে, তাদের বিষয়টি পুলিশ দেখছে।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আবু বক্কর সিদ্দিক বলেন, হাসান ও মোবারক আলীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।  বন্ধু মোবারক আলী হাসানের বাসায় টিকা সরবরাহ করেছিল বলে জানিয়েছে। হাসান এখন টিকা দেওয়ার কারণে জ্বরে ভুগছে।  এ ঘটনায় জড়িত অন্যদেরও আটক করতে অভিযান চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে চসিক স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. তপন কুমার চক্রবর্তী বাদি হয়ে ‘সরকারি ভ্যাকসিন আত্মসাৎ করে অবৈধভাবে ব্যবহারের অভিযোগে’ ৪ জনকে আসামি করে খুলশী থানায় মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন- মো. হাসান, মোবারক আলী, মো. সাজ্জাদ ও বিষু দে। বিষু দে উত্তর কাট্টলী মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ কেন্দ্রে গণটিকাদান কাজে নিয়োজিত ছিলেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, হাসানকে তার বন্ধু মোবারক আলী জানিয়েছিলেন, মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ টিকাদান কেন্দ্রে দায়িত্বরত বিষু দে নামের এক ব্যক্তির মাধ্যমে টাকার বিনিময়ে বাসায় টিকা দেওয়া যাবে। গত ৭ অগাস্ট দুপুরে জাকির হোসেন বাই লেইনে জোনাব আলী ভবনে মোরশেদ আলীর বাসায় গিয়ে বিষু দে জনপ্রতি এক হাজার টাকার বিনিময়ে হাসান ও তার বন্ধু সাজ্জাদকে টিকা দেন।
 

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।