চট্টগ্রাম: ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রতিবাদ করতে গিয়ে যে ক’জন সাহসী বীর সন্তান জীবন দিয়েছেন, তাদের মধ্যে একাত্তরের গেরিলা কমান্ডার মৌলভী সৈয়দ আহমদ অন্যতম। বস্তুত বঙ্গবন্ধুপ্রেমী এই অসীম সাহসী বীরই হলেন বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী এবং প্রথম শহীদ।
বুধবার (১১ আগস্ট) বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী প্রথম শহীদ, বীর গেরিলা মুক্তিযোদ্ধা মৌলভী সৈয়দের মৃত্যুবার্ষিকী পালনোপলক্ষে মুক্তিযুদ্ধের প্রজন্ম-বৃহত্তর চট্টগ্রাম আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
তারা মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় বীর ও পঁচাত্তরের প্রতিরোধ যোদ্ধা হিসেবে জীবন উৎসর্গকারী শহীদ মৌলভী সৈয়দকে রাষ্ট্রীয় স্বাধীনতা পদক দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।
সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও অ্যাডভোকেট সাইফুন নাহার খুশীর সঞ্চালনায় লালদীঘি পাড়ের সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথ ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের চট্টগ্রাম মহানগর সভাপতি, সাবেক সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী।
প্রধান আলোচক ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।
আলোচনায় অংশ নেন আবদুল মালেক খান, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, মো. কামাল উদ্দিন, রাজীব চন্দ, নবী হোসেন সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার এয়াকুব মুন্না, মোরশেদ আহমেদ, ইমরান হোসেন মুন্না, এসএম রাফি, মোহাম্মদ জিয়াউদ্দিন, মিশু সেন, সেলিম উদ্দিন, নাসির খান, প্রদীপ দাশ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এআর/টিসি