ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের গড়তে হবে: ডা. ইসমাইল খান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের গড়তে হবে: ডা. ইসমাইল খান ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান বলেছেন, প্রতিবছর বিষাদে মোড়ানো ১৫ আগস্ট আসে। ইতিহাসের এই কালোদিনে আমরা আরেকবার ফিরে যাই, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাই এবং তাঁর পরিবারের যারা ঘাতকের হাতে প্রাণ দিয়েছিল- তাদের স্মরণ করি।

শোকের পাশাপাশি আমরা দেশকে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের অসমাপ্ত কাজগুলো করার সংকল্প করি। বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের গড়তে হবে।
 

রোববার (১৫ আগস্ট) সকাল ১১টায় চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হলরুমে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আমাদের করণীয়’ সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়ার সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন রেজিস্টার (ভারপ্রাপ্ত) ডা. হাসিনা নাসরিন, পরীক্ষা নিয়ন্ত্রক ডা. দেলোয়ার হোসেন, বিআইটিআইডি’র ল্যাব ইনচার্জ ও সহযোগী অধ্যাপক ডা. শাকিল আহমেদ, সহযোগী অধ্যাপক ডা. মামুনুর রশীদ, প্রকৌশলী ফরহাদ হোসেন, সহকারী রেজিস্টার শাহাদাত হোসেন জুয়েল ও ডা. মাহিদ বিন আমিন, মেজবাহ ইবনে হাসিব প্রমুখ।
  
এর আগে সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার ম্যুরালে ভিসি অধ্যাপক ডা. ইসমাইল খান এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এসময় বঙ্গবন্ধু ও পরিবারের সকল শহীদের জন্য দোয়া এবং মোনাজাত করা হয়।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।