ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিআরবি রক্ষার দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
সিআরবি রক্ষার দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান ...

চট্টগ্রাম: দিনের আনুষ্ঠানিকতা শুরুর আগে থেকেই বৃষ্টি। থামছেই না।

এর মধ্যেই শুরু হলো প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান। কখনো গান, কখনো আবৃত্তি।
কেউ ছাতা মাথায়, কেউ আবার বৃষ্টিতে ভিজতে ভিজতে একাত্মতা ঘোষণা করেছেন নাগরিক সমাজ, চট্টগ্রাম আয়োজিত সিআরবি রক্ষা আন্দোলনের সোমবারের (১৬ আগস্ট) কর্মসূচিতে।  

পরে নাগরিক সমাজের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেন বিশিষ্ট আইনজীবী নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্যসচিব ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল। কর্মসূচির মধ্যে রয়েছে- ১৯ আগস্ট গণস্বাক্ষর অনুষ্ঠান, ২০ আগস্ট সিআরবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৭তম ব্যাচ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সংহতি প্রকাশ ও সমাবেশ, ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সমাবেশ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংহতি প্রকাশ, ২৩ আগস্ট ছাত্র সমাবেশ, ২৫ আগস্ট যুব সমাবেশ, ২৭ আগস্ট কবি, ছড়াকার ও লেখক সমাবেশ, ২৯ আগস্ট নারী সমাবেশ এবং ৩১ আগস্ট শিল্পী সমাবেশ। প্রতিদিন বিকেল চারটা থেকে অনুষ্ঠানমালা চলমান থাকবে।  

এ সময় উপস্থিত ছিলেন নাগরিক সমাজ, চট্টগ্রামের কো-চেয়ারম্যান রাজনীতিক ও সংস্কৃতি সংগঠক মফিজুর রহমান, পরিবেশবিজ্ঞানী প্রফেসর ড. ইদ্রিস আলী, মুক্তিযোদ্ধা মো. ইউনুচ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান, জ্যেষ্ঠ সাংবাদিক শুকলাল দাশ, চট্টগ্রাম মঞ্চ সঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহের, আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী, নারীনেত্রী হাসিনা আক্তার টুনু, কবি আ ফ ম মোদাচ্ছের আলী, অ্যাডভোকেট রাশেদুল আলম রাশেদ, ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দিন মামুন, বশির উল্লাহ লিটন প্রমুখ।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শামসুল হায়দার তুষার ও শিল্পী রনি দাশ। আবৃত্তি পরিবেশন করেন দীপা দাশ, পুনম দত্ত, রোকসানা আফরিন, হামিদ উদ্দিন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।