চট্টগ্রাম: চট্টগ্রাম কলেজ প্রাক্তন রোভার স্কাউট সংসদ (ওরসা) এর উদ্যোগে বাকলিয়া এক্সেস রোডস্থ বলাকা আবাসিক এলাকার আমানত টাওয়ারে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা, হামদ্, নাত, ইসলামী সংগীত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২০ আগস্ট) ওরসা’র সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল আবছারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. ইকবাল।
সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজ রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ও ওরসার উপদেষ্টা মো. কামাল উদ্দিন, সাংবাদিক সরওয়ারুল আলম (সোহেল)।
পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনায় বক্তব্য দেন আমানত টাওয়ারের সভাপতি মো. কলিমউল্লাহ, সম্পাদক মো. হারুন অর রশীদ, কোষাধ্যক্ষ মো. নুরুল আজিজ, চট্টগ্রাম আদর্শ বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক মুফিজুর রহমান, পরিচালক জাহিদ হোসেন, ওরসার সহ-সভাপতি মোহাম্মদ নুরুল মোস্তফা, যুগ্ম সম্পাদক আবু ছৈয়দ, সদস্য তৌহিদুল আলম, সদস্য মো. ইয়াছিন, কার্যকরী সদস্য শহিদুল ইসলাম, প্রাক্তন সম্পাদক সোহাইল ওয়ারেচী, যুগ্ম সম্পাদক বোরহান উদ্দীন, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আজাদ, তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হোছাইন, লোকমান হাকিম, ইব্রাহীম খলিল সবুজ, সাকিব প্রমুখ।
হামদ্, নাত, ইসলামী সংগীত প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে ১ম, ২য় ও ৩য় হয় আব্দুল্লাহিল কাফি, আদিবা ইসলাম ও মাহিয়া তারান্নুম (আদিবা)। ‘খ’ গ্রুপে ১ম, ২য় ও ৩য় হয় মো. আবিদ, হাসানুজ্জামান (তাফসির) ও নুমাইয়া নুর (নওরিন)। প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২১
এসি/টিসি