ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে সাঁটানো জাতীয় শোক দিবসের পোস্টার ছেঁড়ার অভিযোগ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
চবিতে সাঁটানো জাতীয় শোক দিবসের পোস্টার ছেঁড়ার অভিযোগ ছেঁড়া পোস্টার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ১৫ আগস্ট জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন স্থানে সাঁটানো বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) এ অভিযোগ করেন চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল।

তিনি বাংলানিউজকে বলেন, জাতীয় শোক দিবসের পোস্টারগুলো আমরা রাত জেগে ছাত্রলীগের কর্মীদের নিয়ে সাঁটিয়েছিলাম।

পোস্টারে বঙ্গবন্ধুর ছবি ছিল। কে বা কারা রাতের আঁধারে পোস্টারগুলো ছিঁড়ে ফেলেছে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাব, প্রতিক্রিয়াশীল চক্রের এ পরিকল্পিত ঘটনায় যারা জড়িত, সিসিটিভি ফুটেজ দেখে এদের খুঁজে বের করুন। প্রশাসন তাদের খুঁজে বের না করলে ছাত্রলীগ তাদের খুঁজে বের করবে।  

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইঞা বাংলানিউজকে বলেন, আমরা এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ চেক করে দেখবো আমরা।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১।
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।