চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ১৫ আগস্ট জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন স্থানে সাঁটানো বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) এ অভিযোগ করেন চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল।
তিনি বাংলানিউজকে বলেন, জাতীয় শোক দিবসের পোস্টারগুলো আমরা রাত জেগে ছাত্রলীগের কর্মীদের নিয়ে সাঁটিয়েছিলাম।
বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইঞা বাংলানিউজকে বলেন, আমরা এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ চেক করে দেখবো আমরা।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১।
এমএ/টিসি